অর্থনীতি জাগায় ভীতি
অঙ্ক ভরা পঙ্ক
ভূগোল শেখায় যাসনে জাপান
সেথায় ভূমিকম্প।
দুচ্ছাই, দুচ্ছাই!
ধরল মনে ঘেন্নাই
লুঙ্গি এঁটে তিলক কেটে
চল্লেম আমি চেন্নাই।
করব না আর কাউরে কেয়ার
তামিল শিখে করব প্যার
ইড্লি খাব, গিলব দোসা
ঘুচিয়ে মনের সকল গোসা
রসম দিয়ে ভাতম খাব
ফিরব না মন — ট্রেন নাই।
***
রসমেতে বড় টক
সম্বরে ঝাল
ইড্লি জাগায় রোষ
দোসা গালাগাল।
চেন্নাই, চেন্নাই,
দিলি না আমারে ঠাঁই
তাই ফিরে দুখ ভরে
পুরনো এ চত্বরে
ডালে ঝোলে অম্বলে
ফের খাবি খাই।
Advertisements