Month: December 2015
-
বারাসত — ডালটনগন্’জো
গোপীনাথ দাস — তার বারাসতে বাস ইস্টিশানে বসে কাঁদে বারো মাস বলে ওরে হেসে হেসে পেট ফেটে মরি শেষে কেঁদে ভেসে বারাসতে গোপীনাথ দাস। হরিপদ ভঞ্জ! ডালটনগন্’জো যেত রোজ নিত খোঁজ ডাক ছেড়ে, “বল কে রে — হরিপদ ভঞ্জ?”
-
সীতারাম-মধুশ্রী-শ্যামাদাস
জ্যামিতি পড়াতে গিয়ে সীতারাম সরখেল ছাত্রের মুণ্ড-ুটা ভেবে নিয়ে ন’রকেল অন্তত ষাটটা মারলেন গাঁট্টা মুণ্ড-ুটা ভেঙে হোল দুটো সেমি স’রকেল। ওয়াল ম্যাপ ঘাড়ে করে মধুশ্রী দাস ভূগোল পড়াতে যান, বারোটায় ক্লাস। ম্যাপে ছিল আরশোলা তেড়ে এলো, যেই খোলা, মধুশ্রী এক লাফে খাইবার পাস। শ্যামাদাস মাষ্টার অতীব নমস্য গাধা […]