A KALEIDOSCOPE WORLD

কাকি

।।। কাকি।।।

কাঠফাটা রোদ্দুর
কণ্ঠেতে ভরপুর
কেন ডাকে কাক একা
বৃথা কা কা কা?

এসেছে কি ফিরে কাকি?
দেয় নি তাহলে ফাঁকি
তারও বুক করেছে কি 
এত খাঁ খাঁ খাঁ?

আয় কাকি, আয় কাকি
স্বপন থাকলে বাকি
ভিন গাছে বৃথা খুঁজে
পাবি না না না !

তৃষায় ব্যাকুল কাক
ডাকে, কাকি নির্বাক,
শুধালে বাসার খোঁজ 
বলে যা যা যা।

%d bloggers like this: