হাসি পেলে হেস না কাশি এলে কেশ না পাক যত ভালবাসা কিছুতেই বেস না। তাড়াহুড়ো কোর না মরলেও মর না মিছিমিছি আকাশেতে চাঁদ তুমি ধর না। আলো অত জ্বেল না মাঠে নেমে খেল না পাখি সেজে গাছে চড়ে ডানা টানা মেল না। চান ঘরে না'বে না গানও সেথা গাবে না সবচেয়ে বড় কথা খিদে পেলে খাবে না। __________ Not influenced by Lewis Carroll's My Fairy. I have a fairy by my side Which says I must not sleep, When once in pain I loudly cried It said "You must not weep" If, full of mirth, I smile and grin, It says "You must not laugh" When once I wished to drink some gin It said "You must not quaff". When once a meal I wished to taste It said "You must not bite" When to the wars I went in haste It said "You must not fight". "What may I do?" at length I cried, Tired of the painful task. The fairy quietly replied, And said "You must not ask".