Monthly Archives: July 2018

কেঁচো

বাদাবাদি নেই কভু কেঁচোর সাথে
চচ্চড়ি হয়ে যদি আসে না সে পাতে।

 
 

উপদেশ

arsula 2

© ছবি – অমল সান্যাল


         আরশোলা শুঁড় তুমি নেড়ো না
         যতই হাতিরা দিক প্রেরণা।

 
 

পরের চরকা

ঘুম পেলে এই পাশ —
নাহি পেলে ঐ পাশ —
পায় যদি একই সাথে?
বল তোর কী বা তাতে?

 
 

চোর

বয়েস হল পঁচাত্তর —
বলিস কী রে? মোর না তোর?
শেষকালে কি জেলেই যাব
চুরির দায়ে বয়েস তোর?