A KALEIDOSCOPE WORLD

ওরা-তারা

এ পাড়ার ওরা
ছিল মুখচোরা
ও পাড়ার তারা
দিত মুখনাড়া।

একদিন উঠে ভোরে
খাঁড়া হাতে ঘোড়া চড়ে
এ পাড়ার ওরা তাড়া
করে গেল ওপাড়া।

তাড়া খেয়ে তারা
ভয়ে ভেবে সারা
যাই কোথা এলে ওরা
শিখিনি যে ওড়া।

______________________________

Style inspired by Ogden Nash.

%d bloggers like this: