Month: September 2018
-
হেসে খেলে
হেসে খেলে ওড়ে আহা চামচিকা দেখে আমি খেয়ে মরি ভ্যাবাচিকা।
-
পাহারা
সাহারাকে পাহারা যায় দিতে যাহারা দেয় কোথা তাহারা সাহারাকে পাহারা?
-
খোঁজাখুঁজি
দিল্লিতে যানজট? পালা তবে সোনি-পট। কোথা ওরে সোনি-পট? যত মট, তত পট! _______ Inspired by Ogden Nash.
-
জবাব
বাঘে যদি করে চেঁচামেচি দিস্’নে জবাব মিচামেচি। _____________ Inspired by Ogden Nash — The Panther
-
হেসে খেলে
হেসে খেলে ওড়ে আহা চামচিকা দেখে আমি মরি খেয়ে ভ্যাবাচিকা! __________ Inspired by Ogden Nash.
-
ভয়
চামচিকা, ওরে বাবা চামচিকা! যখনই উড়িস আমি … ভয়ে ভেবে ভ্যাবাচিকা! ______ Inspired by Ogden Nash.
-
আলো
আলো বাঙরি বড় হাঙরি !
-
কা !
নিদারুণ বিভীষিকা ভিসি সহ প্রোভিসি কা !
-
রাগ
রামনিধি লোধ বাস করে নাগপুরে হলে ক্রোধ থেকে থেকে ওড়ে জ্বলে পুড়ে নামলে বৃষ্টি তবে ফের নেমে এসে ভবে রাগ পুরে রামনিধি ফোঁসে নাগপুরে।
-
খোঁজ — লিমেরিক
বীণাপাণী লাহা কী বা চান তাহা রোদ্দুরে ঘুরে রোজ কাটালেন করে খোঁজ সারাটা জীবন আহা বীণাপাণী লাহা।