হেসে খেলে ওড়ে আহা চামচিকা
দেখে আমি খেয়ে মরি ভ্যাবাচিকা।
সাহারাকে পাহারা
যায় দিতে যাহারা
দেয় কোথা তাহারা
সাহারাকে পাহারা?
দিল্লিতে যানজট?
পালা তবে সোনি-পট।
কোথা ওরে সোনি-পট?
যত মট, তত পট!
_______
Inspired by Ogden Nash.
বাঘে যদি করে চেঁচামেচি
দিস্’নে জবাব মিচামেচি।
_____________
Inspired by Ogden Nash — The Panther
হেসে খেলে ওড়ে আহা চামচিকা
দেখে আমি মরি খেয়ে ভ্যাবাচিকা!
__________
Inspired by Ogden Nash.
চামচিকা, ওরে বাবা চামচিকা!
যখনই উড়িস আমি …
ভয়ে ভেবে ভ্যাবাচিকা!
______
Inspired by Ogden Nash.
রামনিধি লোধ বাস করে নাগপুরে
হলে ক্রোধ থেকে থেকে ওড়ে জ্বলে পুড়ে
নামলে বৃষ্টি তবে
ফের নেমে এসে ভবে
রাগ পুরে রামনিধি ফোঁসে নাগপুরে।
বীণাপাণী লাহা
কী বা চান তাহা
রোদ্দুরে ঘুরে রোজ
কাটালেন করে খোঁজ
সারাটা জীবন আহা বীণাপাণী লাহা।