উপরে থাকেন যাঁরা
বাজিয়ে কাড়া নাকাড়া
ঘোড়া চড়ে যান চান ঘরে।
হলে প্রেম অভিমান
ডেকে বোমারু বিমান
কাঁপান মেদিনী থরোথরে।
সাইকেল চালিয়ে
ঘরে ঘরে পালিয়ে
মাঝরাতে চলে লুকোচুরি।
হাসেন পাগল-পারা
উপরে থাকেন যাঁরা
নিজেদেরই দিয়ে সুরসুরি।
________
Inspired by The People Upstairs — Ogden Nash