A KALEIDOSCOPE WORLD

গোমাড়া মন


মন ভোমরা আজকে কেন গোমড়া রে,
বলতে পার কেউ আছ কি তোমরা রে?
সকাল থেকেই আকাশ আধার ঘুটঘুটে
বেড়াল ছানা চারটে বসে ফুটফুটে।
অবাক হয়ে শুনছে ছাতের এক কোণে
টিকটিকিটা ঝিমিয়ে বসে এক মনে
বলছে তোরা আজকে ইঁদুর খা’সনে আর
আরশোলাটাও বাঁচলে ক্ষতি নেই আমার
দিনটা তোরা হা হুতাশেই রাখ ভরে
আজ সকালে গোমড়া হয়েই থাক ওরে।

%d bloggers like this: