শুনেছ কী বলে গেল সীতানাথ গুপ্ত?
তারও নাকি এককালে ছিল বুকে সুপ্ত —
উষ্ণ প্রেমের ধারা
অবাধ্য দিশাহারা
হাফসোল খেয়ে আজ সবই অবলুপ্ত।
শুনেছ কী বলে গেল সীতানাথ গুপ্ত?
তারও নাকি এককালে ছিল বুকে সুপ্ত —
উষ্ণ প্রেমের ধারা
অবাধ্য দিশাহারা
হাফসোল খেয়ে আজ সবই অবলুপ্ত।