কেওকেটা
কেউটেটা।
যেথা সেথা ছোবড়া
উলটিয়ে দেখো না গো
লুকিয়ে থাকতে পারে
নীচে তার কোবরা।
শক্ত, ওহে শক্ত
বোঝাতে পার কি
অকারণে কেন
এত লোকে তব ভক্ত?
শক্তি, ওগো শক্তি
কেটে গেল মোর
সারাটা জীবন
তোমারে করে অভক্তি।
শোন ওরে ভোর
বল রোজই তোর
কেন আসা চাই — চাই রে চাই?
চলে গেলে রাত
বড় উৎপাত
কোথায় লুকাব ভেবে না পাই।
গোধা তোরে গাধা ভেবে কোনও পাপ করি নি রে, দিস নে কো অভিশাপ ছিলেন বৃদ্ধ এক মানী জ্ঞানী গোধা ও গাধা যে নয় একই প্রাণী শেখা এই সত্যটা তাঁরই কাছে যদিও ধারণা ভুল বহু আছে ছাপানো অক্ষরেতে হেথা হোথা সে ব্যাপারে মোর দোষ বল কোথা? ও-কার আ-কার হলে কত দুখো হয় তোর বোঝে কটা পোড়ামুখো? গোধা আর গুঁইসাপ জাতভাই গাধা গোধা গোলায় একা সুরাপায়ী গোধা আমি জানি তুই গুঁইসাপ গাধা তোরে ভাবা গোধা মহাপাপ। _______________________ Inspired by Ogden Nash -- The Skink
ভাগ্নে রে ভাগ্নে
কত দুখে কাঁপে বুক
ভাগ নে রে, ভাগ নে।
___________
Style inspired by Ogden Nash.