ওহে অজগর সুখে বাঁচো পেট ভরে
শুধু তুমি যেন চেও না চাখতে মোরে।
তোমারেও আমি চাবো না গিলতে কভু,
ভুল করে যদি গিলতেও যাই, তবু–
সন্দেহ হয় লেজা থেকে তব মুড়ো
উদরেতে মোর জায়গা পাবে না পুরো।
তবে এও বলি, জানবার আহ্লাদ
হয় মাঝে মাঝে, কেমনটা তব স্বাদ?
থাকে যদি বাপু এ ব্যাপারে কিছু জানা,
জানিও তোমারে কেমনে বানালে খানা,
হবে সুস্বাদু, হবে সুগন্ধ ভরা
জাগাবে পুলক, দেবে রসনাতে ধরা।
নাও জান যদি, সুখ দুঃখের গল্প,
করতে করতে চাখতে দেবে কি অল্প?
ব্যসনে ডুবিয়ে তোমাকে একটু চেঁচে
ভেজে খাই যদি থাকবে না কি তুমি বেঁচে?
তুমিও নিজেরে চিবিয়ে খানিক দেখো
বাকি ধড় তব নিজেরই জন্য রেখো।
ধড়খানা তব কোথা শেষ কোথা শুরু
নিজেই জান কি, বল অজগর গুরু?
একটু গেলেও সবই থেকে যাবে তব
মোর কিছু গেলে কতটুকু বল রব?
তাই বলি সদা বেঁচে থেক পেট ভরে
মোর দেখাদেখি চেও না চাখতে মোরে।