A KALEIDOSCOPE WORLD

সুরাসুর

একটু আধটু সুরাপান ভাল
ধারণাটা ছিল কালও
কিন্তু একা একা বসে মদ্যপানে সুখ নাই
তাই
জনি ওয়াকার হাতে সাঁঝের আড্ডা দিতে গেলাম তার বাড়ি
দোতলার খোলা মেলা টানা বারান্দায় আহ্লাদে ভারি
মনে কত ছিল আশা
বোঝাবার মত কোথা মোর ভাষা
হাসি হাসি মুখে সে জানাল জমবে মৌতাতও
কৃপা করেছেন বৌ-তাত
সকালেই চলে গেছে সবাই বজবজ
তাই করবে না কেউ গজগজ
বসুন বসুন বারান্দায়
ঝিরঝিরে বাতাসের ঠাণ্ডায়
বোতলটা দিন ঢেলে আনি
দুজনের জন্যই পানি
তৈরি সবই রান্নাঘরে
ফিরে এল সে অল্প একটু পরে
কাঁসার গেলাসে ভরে জনি ওয়াকার
সাথে আড়াইখানা ক্রিম ক্র্যাকার
হয়তো গোলাপকে যাই ডাক সে থাকে মিষ্টি
তবু কাঁসার গেলাসে জনি ওয়াকারের নীল তকমা ঘটাবেই অনাসৃষ্টি
তদুপরি ক্রিম ক্র্যাকার ব্রিটানিয়ার
বারোটা বাজাতে বাধ্য তব হিয়ার
দেখে সর্বনাশা কাঁসার গেলাস
জনি ওয়াকার জাগালো না হায় কোনও উল্লাস
সুরাপান আর এ জীবনে
করব না বুঝেছি নিশ্চিত প্রাণে মনে
প্রতিজ্ঞা করেছি প্রভু
ভুলেও ছোঁব না সুরা আমি আর কভু।
_________
Non-rhythmic rhyming style inspired by Ogden Nash.

 

%d bloggers like this: