A KALEIDOSCOPE WORLD

গুলবাগিচার বুলবুলিটা

বড়োসড়ো চাকুরের সমস্যা একটাই —
থাকলেও গাড়ি বাড়ি,
ভরা গোলাপের সারি, 
বিপ্লবি চমকে,
‘ডি-এ কোথা?’ দমকে,
চেয়ারের গদি ছেড়ে,
লুকিয়ে ঘাপটি মেরে,
ভাঙাচোরা এসি ঘরে,
পি-এ’রে পাশেতে করে,
নিতে হয় মাঝে মাঝে, টেবিলের তলে ঠাঁই।

%d bloggers like this: