A KALEIDOSCOPE WORLD

খোকা, খুকুর কাছে বিনীত আর্জি।


খুকি হও তুমি, হও তুমি খোকা
সহজ সরল যুক্তি
জানাচ্ছে মোরা দুজনাতে বসে
করি একখানা চুক্তি।
পাটভাঙা ধুতি পাঞ্জাবি পরা
অভ্যর্থিত অতিথি
আমি একজন তোমার এ প্রাসাদে
এমনই আমার প্রতীতি।
তাই বলি মোরে মেঝেতে শুইয়ে
বুকে চেপে বসে গল্প
শোনাতে বললে কানটি মুলব
লাগবে না খুব অল্প।
তব সাথে মোর মতান্তরের
নেই কোনও শুরু নেইকো শেষ
কথা তব যত, খেলা তব যত
জাগায় মনেতে সকলই দ্বেষ!
শোন বাপু মোর সাদা নাগরাতে
লাগাতে দেব না কাল কালি
জুতো পরিহিত চরণ পরেতে
চাপলে শোনাব শত গালি।
মোর সাথে তুমি ভাই বোন সহ
দূরত্ব রেখো একটু প্লিজ
নইলে তোমার বাপের সঙ্গে
ভেঙেই ফেলব বাড়ির লিজ।
ঘুসোঘুসি, চড় থাপ্পড় আর
খেলাধুলো যত বন্য
খেল গে’ বাবার সঙ্গে, সে জেনো
জন্মেছে তারই জন্য।
জননীও তব রয়েছেন পাশে
আহ্লাদে ভরা তাঁরও হৃদয়
তাঁরে মই ভেবে চড় তুমি ছাতে
খুশিতে গাইব তোমারই জয়।
চুক্তি যখন করতেই হল
শেষ ইচ্ছেটা বলেই যাই
ঝাড়ুদার এসে আঁস্তাকুড়েতে
ফেললে তোমারে শান্তি পাই।
একান্ত যদি নাই হয় তাও
ঘাড়খানা তবে ধরে না হয়
মুচড়াই বসে, আগেই যদি না
মুচড়ায় কোনও করুণাময়।
_____________________________

Inspired by Ogden Nash’s To A Small Boy Standing On My Shoes While I Am Wearing Them.

 

%d bloggers like this: