কেউ করে ফিসফিস
ভোট দিস ভোট দিস
কেউ করে ফিসফাস
কিছুই করবিনাশ।
কেউ বলে ফাঁসাব
কেউ বলে হাঁচাব
কেউ বলে জনে জনে
নির্বাচনাচাব।
নির্বাচনাচাতে
বুথপাতে মাচাতে
ফন্দ পেতেছে নানা
দেশটাকে বাঁচাতে।
কেউ করে ফিসফিস
ভোট দিস ভোট দিস
কেউ করে ফিসফাস
কিছুই করবিনাশ।
কেউ বলে ফাঁসাব
কেউ বলে হাঁচাব
কেউ বলে জনে জনে
নির্বাচনাচাব।
নির্বাচনাচাতে
বুথপাতে মাচাতে
ফন্দ পেতেছে নানা
দেশটাকে বাঁচাতে।