A KALEIDOSCOPE WORLD

রোজ তুমি

নরম নরম মেঘগুলো --
    আকাশটা রোজ ভোরে
    আধ জাগা আধ ঘুমের ঘোরে
    গোলাপি এক হালকা নেশায়
    সত্যি ভরা অলীক মেশায়
    তারপরে যায় পালিয়ে
    মিথ্যে আমায় জ্বালিয়ে
তোমার মতো কোন চুলো --

%d bloggers like this: