ওরে ব্রহ্মাণ্ড
এ কী তোর কাণ্ড
জানালা একটা নেই
খাড়া তোর দেয়ালে!
ওপারেতে আছে যারা
হাসে না কী কাঁদে তারা
কিছুই দেখালি না রে
খ্যাপা তোর খেয়ালে।
ওরে ব্রহ্মাণ্ড
এ কী তোর কাণ্ড
জানালা একটা নেই
খাড়া তোর দেয়ালে!
ওপারেতে আছে যারা
হাসে না কী কাঁদে তারা
কিছুই দেখালি না রে
খ্যাপা তোর খেয়ালে।
Categories:
· Tagged: