Folks, I’m told there’s nothin’ to feeya
For coroneeya’s simply melareeya
So it seems assures Trumpia the grouchia
Leaving no escape for Anthonia Faucia.
_________
Ogden Nash inspired.
Folks, I’m told there’s nothin’ to feeya
For coroneeya’s simply melareeya
So it seems assures Trumpia the grouchia
Leaving no escape for Anthonia Faucia.
_________
Ogden Nash inspired.
(রাগ বেহাগ, জলদ একতাল। চলন – রজনীকান্ত সেনের “কেউ নয়ন মুদে দেখে আলো/ কেউ দেখে আঁধার”)
কেউ বলে ক-রোনা চিনা
কেউ বলে কপাল
(আবার) কেউ বলে সে পাকিস্তানের
সব্বোনাশা চাল।
(কেউ বলে কপাল …)
কেউ বা বলে ছুঁসনে আমায়
কেউ বা বসে মুখোশ বানায়
কেউ চিল্লায় আন ক্লোরোকুইন
ছিঁড়ব নচেৎ ছাল।
(কেউ বলে কপাল …)
কেউ বলে সে হাঁচলে আসে
কেউ বা পালায় কাশলে পাশে
কেউ বলে তার জম্মো দিল
প্যাঙ্গোলিনের পাল।
(কেউ বলে কপাল …)
কেউ বা বলে ছাপ রে টাকা
কেউ বলে ভাই বিড়িই পাকা
কেউ জ্বলছে ক্ষিদের জ্বালায়
দিচ্ছে গালাগাল।
(কেউ বলে কপাল …)
একলা আমি ঘরের কোনে
সাবান দিয়ে আপন মনে
চলব বোধহয় হাতই ধুয়ে
হায় অনন্ত কাল।
(কেউ বলে কপাল …)