সব্বোনেশে খেয়াল কে জানে হায় চাপল মাথায় করল আমার এ হাল? বলল আমায় খেয়াল সবায় দিয়ে তালাক হয়ে যা রে তুই হয়ে যা রে তুই হয়ে যা রে তুই চালাক -- হয়ে যা রে তুই হয়ে যা রে তুই চালাক একটা শেয়াল! বানিয়ে আমায় শেয়াল বলল ডেকে খেয়াল কখ্খনো আর খেটে চলবি না পথ হেঁটে পারবি তবেই টপকাতে তুই দুনিয়া ভরা দেয়াল। সব্বোনেশে খেয়াল পার করাল, পার করাল যেথায় যত দেয়াল। তারপরে একদিন বলল খেয়াল আর বাকি নেই টপকে যাওয়ার দেয়াল। রয়েছে শুধুই গর্ত নামটি তাহার মর্ত্য সেইখানেতেই অনন্তকাল বাস করে সব শেয়াল। হুক্কা হুয়া রবে একমাত্র ওদের সাথেই জায়গা তোরও হবে! দুষ্টু আমার খেয়াল ঢুকল কেন এই মাথাটায় হায় হায় হায় হায় হায় হায় করল আমার এ হাল?
দুষ্টু খেয়াল
Categories:
· Tagged: