A KALEIDOSCOPE WORLD

হাবিজাবি ২ — দ্বিপদী

দোষ

জন্’মেছিল সে তার — এই মহা দোষ,

মরে গিয়ে সাজা পেল তাই চারু ঘোষ।
____

পর্যটক

ভুলেও যাস নে স্পেনে, শুনি বুনো ষাঁড়

তাড়া করে ফেরে সেথা নেই কারও ছাড়।

____

দন্তরুচি (অগডেন ন্যাশ অনুপ্রাণিত)

যত বেদনাই দন্ত বৈদ্য সাঁড়াশি আরশি হস্তে দ্যান

করুণ নয়নে তাঁর পানে চেয়ে থেক করে তুমি মুখব্যাদ্যান।

____

ডাক্তার (অগডেন ন্যাশ অনুপ্রাণিত)

সুস্থ লোকেরা সকলেই দেখি মরে ডাক্তার হায়

অসুস্থদের বাঁচানো ছাড়া কি আছে তব কোনও দায়?

%d bloggers like this: