Category Archives: Other Rhymes and Poems

দুষ্টু বুড়ি

যদিও জানি, দুষ্টু বুড়ি,

বয়েসটা তোর একশ কুড়ি,

তাই বলে কি মধ্য রাতে

স্বপ্ন আমার করবি চুরি?

দুষ্টু, দুষ্টু, দুষ্টু বুড়ি

যখন তখন স্বপ্ন চুরি

করলে আমি কেমন করে

মেঘ মুলুকে বেড়াই উড়ি?

দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি

বয়েসটা তোর একশ কুড়ি

তাই বলে কি যা খুশি তোর

ইচ্ছে হলেই করবি চুরি?

নিরো

ভাসতে ভাসতে মেঘটা হঠাৎ থমকে

আমায় দিল চমকে —

বলল সে তুই করবি কী আর বল?

আমার সাথে তার চে’ বরং নীল আকাশেই চল ।

পুড়িয়েছে তোর কপালখানা সে,

আঠারশ ঊনত্রিশে,

বাজিয়ে দোতারা পুড়িয়েছিল

যেমন নিরো রোমকে।

তাই তো বলি মেঘ হয়ে তুই

নীল আকাশেই চল —

সেখান থেকে বৃষ্টি সেজে

ফেলিস চোখের জল।

ওরা

ওরে ব্রহ্মাণ্ড

এ কী তোর কাণ্ড

জানালা একটা নেই

খাড়া তোর দেয়ালে!

ওপারেতে আছে যারা

হাসে না কী কাঁদে তারা

কিছুই দেখালি না রে

খ্যাপা তোর খেয়ালে।

মিনতি


করোনা গো করোনা!
এক কাজ কর না!
আমাদের ছেড়ে নিজে
মর না গো মর না!

রোজ তুমি

নরম নরম মেঘগুলো --
  আকাশটা রোজ ভোরে
  আধ জাগা আধ ঘুমের ঘোরে
  গোলাপি এক হালকা নেশায়
  সত্যি ভরা অলীক মেশায়
  তারপরে যায় পালিয়ে
  মিথ্যে আমায় জ্বালিয়ে
তোমার মতো কোন চুলো --

নিশ্চিন্তিপুর


বুদ্ধিতে ভরা মগজ
ভয়ানক তার ওজন না বয়ে —
হাবা হয়ে বাঁচা সহজ।

পর্যটন


অনেক দূরে
এলাম ঘুরে
ভাবনাপুরে …

ভাবছি

লাগলে তোমার ভাল —

বাক্সে পুরে, রাংতা মুড়ে,

রঙিন ফিতেয় বেঁধে,

আকাশ থেকে কুড়িয়ে এনে

কয়েক মুঠো আলো —

ভাবছি তোমায় পাঠিয়ে দেব,

লাগলে তোমার ভাল —

ক্যালেন্ডার


অনন্ত পাল
ভয়ে ভয়ে কানে কানে
বলে চলে — কে বা জানে
কী যে হবে হায় হায়
কালই যদি হয়ে যায়
শেষ চিরকাল!

বোলতা রে


বোলতা রে বোলতা!
কেন তুই কাল ভোরে
ছিনু যবে ঘুম ঘোরে
উড়ে এসে জুড়ে মোরে
বল বল বল ওরে
বানালি রে ঢোল তা?