Tag Archives: মেঘ

নিরো

ভাসতে ভাসতে মেঘটা হঠাৎ থমকে

আমায় দিল চমকে —

বলল সে তুই করবি কী আর বল?

আমার সাথে তার চে’ বরং নীল আকাশেই চল ।

পুড়িয়েছে তোর কপালখানা সে,

আঠারশ ঊনত্রিশে,

বাজিয়ে দোতারা পুড়িয়েছিল

যেমন নিরো রোমকে।

তাই তো বলি মেঘ হয়ে তুই

নীল আকাশেই চল —

সেখান থেকে বৃষ্টি সেজে

ফেলিস চোখের জল।

রোজ তুমি

নরম নরম মেঘগুলো --
  আকাশটা রোজ ভোরে
  আধ জাগা আধ ঘুমের ঘোরে
  গোলাপি এক হালকা নেশায়
  সত্যি ভরা অলীক মেশায়
  তারপরে যায় পালিয়ে
  মিথ্যে আমায় জ্বালিয়ে
তোমার মতো কোন চুলো --

মেম মেঘ


বরষা, বরষা, বরষা!
দিচ্ছ না কেন ভরসা?
কালো মেঘগুলো
গিয়ে কোন চুলো
হল মেম সেজে ফরসা?