Category: Bengali Compositions
-
সাবধান বাণী
কেওকেটা কেউটেটা।
-
পারে
যেথা সেথা ছোবড়া উলটিয়ে দেখো না গো লুকিয়ে থাকতে পারে নীচে তার কোবরা।
-
রহস্য।
শক্ত, ওহে শক্ত বোঝাতে পার কি অকারণে কেন এত লোকে তব ভক্ত? শক্তি, ওগো শক্তি কেটে গেল মোর সারাটা জীবন তোমারে করে অভক্তি।
-
ভাবনা
শোন ওরে ভোর বল রোজই তোর কেন আসা চাই — চাই রে চাই? চলে গেলে রাত বড় উৎপাত কোথায় লুকাব ভেবে না পাই।
-
রাজকুমার
রাজকুমার, রাজকুমার! তুমি বা কার, কে বা তোমার?
-
বেটা
বেটা সূর্য অতি বুর্জো।
-
লেখাপড়া
গোধা তোরে গাধা ভেবে কোনও পাপ করি নি রে, দিস নে কো অভিশাপ ছিলেন বৃদ্ধ এক মানী জ্ঞানী গোধা ও গাধা যে নয় একই প্রাণী শেখা এই সত্যটা তাঁরই কাছে যদিও ধারণা ভুল বহু আছে ছাপানো অক্ষরেতে হেথা হোথা সে ব্যাপারে মোর দোষ বল কোথা? ও-কার আ-কার হলে কত দুখো হয় তোর বোঝে কটা পোড়ামুখো?…
-
উঁশ্চাঁরঁণ
এঁসে গেঁছে বনগাঁও? হেঁসে খেঁলে গাঁন গাঁও। আঁসে যঁদি গুড়গাঁও? কেঁদ হাঁও মাঁও কাঁও।
-
দুঃখ
ভাগ্নে রে ভাগ্নে কত দুখে কাঁপে বুক ভাগ নে রে, ভাগ নে। ___________ Style inspired by Ogden Nash.
-
যুগলবন্দি
© ছবি – অমল সান্যাল সুয্যি সেদিন যাচ্ছে ডুবে, চাঁদটি উঁকি মারছে পুবে, ফুটছে তারা … এমনি সময়, আসল কানে, বুজরুকি নয়, টিকটিকি আর আরশোলাতে বাক্যালাপ। মুণ্ডু মাথা নেই কোনও তার, বাজছে কানে তবুও বেকার, সুর ভরা সেই অচিন বেসুর, সকাল বিকেল রাত্রি দুপুর, পণ্ড করে…