Category: Bengali Compositions
-
ত্যাগ।
গাও বাছা প্রাণ ভরে গাও তুমি গান হবে গো তোমার সুর সুধাময় সুমধুর আরও যদি ত্যাগ কর তব পরিধান।
-
তিনতাল।
ধিন্তাক তাক্ধিন তাক্ধিন ধিন্তাক দিনরাত রাতদিন ঝিন্ঝাকে ঝিন্চাক।
-
স্যঁও পাও-লো
How to pronounce Sao Paulo -কোথা যাস লো? – স্যঁও পাও-লো -সেটা বাবা কোথা? -হবে হেথা হোথা -কেমনেতে যাবি? -খেতে খেতে খাবি -সেথা থাকে কারা -এরা ওরা তারা -যাস নে সেখানে -তুই যে এখানে !
-
সে।
বোলো না গো, বোলো না কাউকে সে ক’ল না কাজে কেন ইস্তফা দিয়ে, দফা করে রফা পালাল সে বোলোনা!
-
ম্যাডাগ্যাস্ কার?
ম্যাডাগ্যাস্ কার ? কী জানি ভাই রে শুধু এটা জানি নয় সে তোমার নয় সে আমার নয় সে ভবেশ কাকার — ম্যাডাগ্যাস্’কার হলেও হবে বা শুধু ম্যাডাগ্যাস্’কা-র !
-
ভুল
ভর্তি সবই ভুলে গোবর এবং গুলে বল গুরু তুই কাটলি কোথা চড়িয়ে আমায় শূলে? বুঝিয়ে দে রে গুরু কোনখান শেষ শুরু ঠিক বেঠিকের গোলকধাঁধা কাঁপায় দুরুদুরু।
-
সর্বহারা
মন ওরম আহা, মন ওরম কোরো না থাকিয়া হারাইবে সবই যাহা কিছু তব মনোরম।
-
ভ্রমণ বৃত্তান্ত
থিরুবনন্তপু————————-রম্, বড্ড সে দেখি দূ——————————————-রম্। _____ Inspired by Ogden Nash.
-
ওপর তলার ওরা
উপরে থাকেন যাঁরা বাজিয়ে কাড়া নাকাড়া ঘোড়া চড়ে যান চান ঘরে। হলে প্রেম অভিমান ডেকে বোমারু বিমান কাঁপান মেদিনী থরোথরে। সাইকেল চালিয়ে ঘরে ঘরে পালিয়ে মাঝরাতে চলে লুকোচুরি। হাসেন পাগল-পারা উপরে থাকেন যাঁরা নিজেদেরই দিয়ে সুরসুরি। ________ Inspired by The People Upstairs — Ogden Nash
-
সুচিত্রা
বাষ্প রে বাষ্পই সব দুষ্প্রাস্-পই। (Influenced by Ogden Nash.)