এই সাক্ষাৎকারের প্রয়োজন ছিল। এর আগে ১৬ নং ম্যান্ডেভিল গার্ডেন্স পড়ে যেটুকু ধারণা হয়েছিল, তা আরও পুষ্ট হল এই দৃশ্য-শ্রাব্য উপস্থাপনে। অতৃপ্তির পাওনায় ভরে উঠল অপ্রাপ্তির মন খারাপ করা বর্তমান, যার মনন থেকে কমলকুমারেরা বরাবরই বহু দূরে, কোন এক অ্যাব্স্ট্রাক্ট জগতে জীবন যাপন করে থাকেন, গীতময় উদাসীনতায়।
Comments
এই সাক্ষাৎকারের প্রয়োজন ছিল। এর আগে ১৬ নং ম্যান্ডেভিল গার্ডেন্স পড়ে যেটুকু ধারণা হয়েছিল, তা আরও পুষ্ট হল এই দৃশ্য-শ্রাব্য উপস্থাপনে। অতৃপ্তির পাওনায় ভরে উঠল অপ্রাপ্তির মন খারাপ করা বর্তমান, যার মনন থেকে কমলকুমারেরা বরাবরই বহু দূরে, কোন এক অ্যাব্স্ট্রাক্ট জগতে জীবন যাপন করে থাকেন, গীতময় উদাসীনতায়।
Thank you Argha.