A KALEIDOSCOPE WORLD

পাঁঠা।

ওরে পাঁঠা তোর কোর্মা,
চপ, কাটলেট, দোরমা,
খাওয়ালি রে কত এ জীবন ভরে,
ঋণ শোধ তোর করি যে কী করে,
স্বপ্নেও ভেবে পাই না!
হৃদয়টা তোর হলেও বিশাল,
ভাবি আমি তবু সকাল বিকাল,
মগজটা তোর ফাঁকাই বোধহয়,
যত দেখি তোরে তাই জাগে ভয়,
তুই হতে আমি চাই না।
____

Inspired by The Pig — Ogden Nash