Category: Bengali Compositions
-
কালনাতে কাল না
যদু বাবু ঘুরে ঘুরে, ঘুরে কালনা বললেন, আহা শোন, গতকাল না গেছিলাম কালনা আজ ছেড়ে, কাল না ফের আমি এ নিয়মে যাব কালনা।
-
স্ক্যান্ডেল
রোজ ভোরে ট্রেনে চড়ে যান ব্যান্ডেল ডান পায়ে বুট জুতো বাঁয়ে স্যান্ডেল ঘোষ কাকু — হেঁকে কন্ এ রীতি আছে লেবাননে স্ক্যান্ডেল শুধু বলে — এরে ব্যান্ডেল !
-
আন্না পিসি
তক্তপোশে বসে ফোঁসেন শুধুই রোষে আন্না পিসি দিবস নিশি সে এক তক্তপোশে।
-
জনা কুড়ি
গত রাত্রে মম গাত্রে ডানা মেলে কারা দিয়ে গেল যেন সুড়সুড়ি — অতি মনোলোভা আনা পাভলোভা — সম — তারা ছিল রূপে গুণেতেও, জনা কুড়ি।
-
চিরিমিরি
চল ভাই চল যাই চিরিমিরি– সেইখানে করে আসি কিড়িমিড়ি। কিড়িমিড়ি কী রে বাবা? কেমনে জানবি হাবা? নাই যদি যাস তুই চিরিমিরি?
-
কুম্ভীলক
বলেছেন ট্রাম্প, কেটে পড় বাবা তুমি, যেদিকে দুচোখ নিয়ে যাবে সেথা যাও। এদিকে হেথা যে ধূ ধূ করে মোদীভূমি, …
-
কাকি
।।। কাকি।।। কাঠফাটা রোদ্দুর কণ্ঠেতে ভরপুর কেন ডাকে কাক একা বৃথা কা কা কা? এসেছে কি ফিরে কাকি? দেয় নি তাহলে ফাঁকি তারও বুক করেছে কি এত খাঁ খাঁ খাঁ? আয় কাকি, আয় কাকি স্বপন থাকলে বাকি ভিন গাছে বৃথা খুঁজে পাবি না না না ! তৃষায় ব্যাকুল কাক ডাকে, কাকি নির্বাক, শুধালে বাসার খোঁজ …
-
ফেভিকল
এনে দে, এনে দে, ওরে ফোঁটা কয় ফেভিকল। নইলে জুড়বে কিসে ভাঙা এ হৃদয় বল?
-
নিবুপিসি
বল রোজ অবেলাতে, রোদে ঘেমে নেড়া ছাতে, নিবুপিসি কেন চাখে বিলিতি বেগুন? চাঁটি মেরে তবলাতে, আহ্লাদে মাঝরাতে, নিবুপিসি কেন ভাঁজে মুলতানী ধুন? ঘনঘোর বরষাতে, ভিজে ভিজে ফুটপাতে, নিবুপিসি মাখে কেন সীতাভোগে নুন? ফিরি করে আমতাতে, মুড়ে মুড়ে রাংতাতে, নিবুপিসি কেন হেঁকে, “টাটকা উকুন”? পাড়া থেকে বেপাড়াতে, পেতল আঁটা লাঠি হাতে, নিবুপিসি কেন ছোটে মুখ করে…
-
বারাসত — ডালটনগন্’জো
গোপীনাথ দাস — তার বারাসতে বাস ইস্টিশানে বসে কাঁদে বারো মাস বলে ওরে হেসে হেসে পেট ফেটে মরি শেষে কেঁদে ভেসে বারাসতে গোপীনাথ দাস। হরিপদ ভঞ্জ! ডালটনগন্’জো যেত রোজ নিত খোঁজ ডাক ছেড়ে, “বল কে রে — হরিপদ ভঞ্জ?”