A KALEIDOSCOPE WORLD

নিবুপিসি

Nibupishi
© ছবি – অমল সান্যাল

বল রোজ অবেলাতে, রোদে ঘেমে নেড়া ছাতে,
নিবুপিসি কেন চাখে বিলিতি বেগুন?
চাঁটি মেরে তবলাতে, আহ্লাদে মাঝরাতে,
নিবুপিসি কেন ভাঁজে মুলতানী ধুন?
ঘনঘোর বরষাতে, ভিজে ভিজে ফুটপাতে,
নিবুপিসি মাখে কেন সীতাভোগে নুন?
ফিরি করে আমতাতে, মুড়ে মুড়ে রাংতাতে,
নিবুপিসি কেন হেঁকে, "টাটকা উকুন"?
পাড়া থেকে বেপাড়াতে, পেতল আঁটা লাঠি হাতে,
নিবুপিসি কেন ছোটে মুখ করে চুন?
দেখা পেলে হাজরাতে, সুরসুরি পাঁজরাতে,
নিবুপিসি কেন দিয়ে হেসে হয় খুন?