গোধা তোরে গাধা ভেবে কোনও পাপ
করি নি রে, দিস নে কো অভিশাপ
ছিলেন বৃদ্ধ এক মানী জ্ঞানী
গোধা ও গাধা যে নয় একই প্রাণী
শেখা এই সত্যটা তাঁরই কাছে
যদিও ধারণা ভুল বহু আছে
ছাপানো অক্ষরেতে হেথা হোথা
সে ব্যাপারে মোর দোষ বল কোথা?
ও-কার আ-কার হলে কত দুখো
হয় তোর বোঝে কটা পোড়ামুখো?
গোধা আর গুঁইসাপ জাতভাই
গাধা গোধা গোলায় একা সুরাপায়ী
গোধা আমি জানি তুই গুঁইসাপ
গাধা তোরে ভাবা গোধা মহাপাপ।
_______________________
Inspired by Ogden Nash -- The Skink