আশি ।
যদিও বয়স ছুঁই ছুঁই করে আশি
কাতুকুতু দিলে হি হি করে তবু হাসি।
দুর্ভাগা।
শোনা গেল এ জগতে যারা বাঘা বাঘা
সকলেই বলে তারা অতি দুর্ভাগা।
অদ্ভুত ।
মরেও পারে নি হতে ভূত
ভূতোটা জন্মাবধি অদ্ভুত।
উপেন।
উপেন বাবুর একটাই ছিল রাগে শোকে ভরা মন্তব্য
হায় কোনোদিন জানলনা ওরে কেউ কোথা কার গন্তব্য।