A KALEIDOSCOPE WORLD

কুম্ভীলক


বলেছেন ট্রাম্প, কেটে পড় বাবা তুমি,
যেদিকে দুচোখ নিয়ে যাবে সেথা যাও।
এদিকে হেথা যে ধূ ধূ করে মোদীভূমি, 
হায় মেক্সিকো, পাঁচিলেতে ঘেরা তাও!
অতএব মোরা মাঝরাতে যাই চলো, 
মৌন মুখর দুস্তর কোনও গ্রহে, 
নেই যেখানেতে শ্বাস প্রশ্বাস জলও,
হয় না বাঁচতে অলীক আশার মোহে।



 
 
 
 
 

%d bloggers like this: