A KALEIDOSCOPE WORLD

কুনিমোতো সাওরি


সাওরি, তোমারে সাওরি
সাকুরা বিছানো
কিয়োতোর পথে
দেখেছি ঠাওরি ঠাওরি।

হায় কুনিমোতো সাওরি
কিমোনো পরনে
ত্বরিত চরণে
জাগিয়েছ হৃদে সাওরই।

সাওরি, আহা গো সাওরি
তোমার ও নয়ন
কয়েছে কত কী
মম চিত্তেরে আহরি।

সাওরি, সাওরি, সাওরি
দেখেছি বিজনে
সাকুরার বনে
তোমারে কত না ঠাওরি।

%d bloggers like this: