A KALEIDOSCOPE WORLD

দুষ্টু বুড়ি

দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি
বয়েসটা তোর একশো কুড়ি-
তাই বলে কি মধ্য রাতে
স্বপ্ন আমার করবি চুরি?
দুষ্টু, দুষ্টু, দুষ্টু বুড়ি
যখন তখন স্বপ্ন চুরি
করলে আমি কেমন করে
মেঘ মুলুকে বেড়াই উড়ি?
দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি
বয়েসটা তোর একশ কুড়ি
তাই বলে কি যা খুশি তোর
ইচ্ছে হলেই করবি চুরি?